আপনার ব্লগস্পট ব্লগের ব্যাকআপ রাখুন
ব্লগ নিয়ে বিভিন্ন জটিলতায় আমাদেরকে মাঝে মধ্যেই পড়তে হতে পারে। হয়তো হ্যাক হয়ে গেল সার্ভারের কোন সমস্যার কারণে আপনার ব্লগটি সম্পূর্ণই মুছে গেল।অথবা আপনি নিজেই নতুন ঠিকানায় ব্লগটিকে নিয়ে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে ব্লগের লেখাগুলোর একটি ব্যাকআপ রাখা খুবই জরুরী।যদি আপনি আপনার বহুকষ্টে গড়ে তোলা ব্লগটিকে ভালোবেসে থাকেন, তাহলে নিয়মিতভাবে অন্ততপক্ষে মাসে একবার ব্লগের ব্যাকআপ নিয়ে নেয়াই ভাল। আজ আমরা জানবো কিভাবে ব্লগার.কম এর ব্লগের ব্যাকআপ রেখে দেয়া যায়। আমরা যে পদ্ধতিতে ব্যাকআপ নেব, তার জন্য আলাদা কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে না। ব্লগারের ডিফল্ট সুবিধা ব্যবহার করেই ব্লগের যাবতীয় পোস্ট এবং মন্তব্যগুলোর ব্যাকআপ নিয়ে নিতে পারেন আপনি খুব সহজেই।আসুন জেনে নিই ব্লগের ব্যাকআপ রাখার পদ্ধতিঃ
- প্রথমে blogger.com এ log in হয়ে নিন।
- এবার ড্যাশবোর্ড থেকে Settings এ চলে যান।
- এখানে Basic অপশনে দেখুন Export Blog লেখা আছে। সেখানে ক্লিক করুন।
- Export Blog লেখা লিংকে ক্লিক করলে নিচের ছবির মতো একটি পেজ আসবে।
- এখানে লেখা আছে "Export your blog into the Blogger Atom export format. You can do this to move your blog to another blogging service or simply to store your blog on your own hard drive. Learn more
Don't worry, your blog will still remain on Blogger until you delete it." - লেখা যাই থাকুক উদ্বিগ্ন হবার কোন কারণ নেই। একটি ডাউনলোড Option আসবে। একটি XML ফাইল সেভ করতে চাইবে। ফাইলটির নাম হবে তারিখ অনুযায়ী। অর্থাৎ সম্পূর্ণ ফাইলটির নাম হবে এরকম: blog-05-23-2010.xml এই ফাইলটিতে আপনার ব্লগের যাবতীয় পোস্ট ও মন্তব্য তারিখ, লেখকের নাম, ক্যাটাগরী/ লেবেল সবকিছু সহ লিখিত থাকবে।
- ব্লগের আকার অনুযায়ী ফাইলটির সাইজ কম অথবা বেশি হতে পারে। আজ এই পোস্টটি লেখার জন্য আমার এই ব্লগ এর ব্যাকআপ নিলাম। ফাইলটির সাইজ হয়েছে মাত্র ৩ মেগাবাইট।
- এবার ডাউনলোড ফাইলটি হার্ডডিস্কের নিরাপদ জায়গায় সেভ করে রাখুন। কিংবা অনলাইনে কোন জায়গায় আপলোড করে রাখুন, অথবা সিডিতে রাইট করে রাখুন।
- নিয়মিত ব্লগের ব্যাকআপ রাখার চেষ্টা করুন তাতে আপনার ব্লগ হারিয়ে যাওয়ার আর কোন ভয় নেই। ব্লগের কনটেন্টকে হারিয়ে যাওয়া থেকে নিরাপদ রাখুন।
- হেল্প সোর্সঃবাংলা হেক্স।
+ মন্তব্য(গুলি) + 1 মন্তব্য(গুলি)
Dear Karjohn.
Long time I have been seeking like this post.I'm really happy for your post.It's so useful for all.thanks for share it.
Ruhan Alam.
Dhaka College.
Department of Mathematics.
একটি মন্তব্য পোস্ট করুন
thanks for your comments.