News Update :

My Poem

আসুক ফিরে হুঁশ।
   -কারজন  কামাল
লেখবো কি আর বলবো কি আর,
লেখার ভাষা কই?
পানি-বিদ্যুৎ -গ্যাস ছাড়া 
আর কেমনে ভালো রৈ?
ক্ষ্যামতা এমন জিনিষ;
মরবি বললে দেব অর্থ
এক কৌটা বিষ কিনিস!
দেশ যাচ্ছে রসাতলে,
যাবে যদি যাক;
মামলা বাজির ছুতোয় এখন
খুঁজিস নাকি ফাঁক?
যুদ্ধাপরাধ-যুদ্ধাপরাধ
ধরবি শ্লোগান ধর;
মারবি এখন লাথি-ওষ্ঠা,
মারিস কেন চড়?
লাঠি লাগবে,সাথী লাগবে
লাগবে ঠাস-ঠুস?
দেশের মানুষ মরবে মরুক
আসুক ফিরে হুঁশ।

Popular posts

 
Design Template by Codesk Lab | Support by creating website |