Mozilla Firefox এর যাদুতে জেনে নিন আপনার নতুন মেইল এসেছে কিনা।
জনপ্রিয় ব্রাউজার Mozila Firefox এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে আপনি জানতে পারবেন আপনার নতুন কোন মেইল এসেছে কিনা।এজন্য আপনাকে 'ওয়েব মেইল নটিফায়ার'নামে একটা অ্যাডঅন ইনস্টল করে নিতে হবে।অ্যাডঅনটি ইনস্টল করতে এখানে ক্লিক করুন.
এবার ফায়ারফক্স রিস্টার্ট করুন।খেয়াল করুন ডানপাশে মেইলের একটি আইকন এসেছে।আইকনে ক্লিক করে Preference অপশন এ যান।ড্রপডাউন মেনুতে Google,Yahoo,Hotmail-এর নাম রয়েছে।এখন Username ও Password বসিয়ে একে একে সব এ্যাকাউন্ট Add করে নিন।এখন থেকে নতুন মেইল এলে নিচের আইকনে সংকেত দেখাবে।
+ মন্তব্য(গুলি) + 1 মন্তব্য(গুলি)
Great tips for new email check. I apply your tips and success. Thanks for you information.
একটি মন্তব্য পোস্ট করুন
thanks for your comments.