News Update :
Home » » আসুন আমরা অভাবীদের পাশে দাড়াই

আসুন আমরা অভাবীদের পাশে দাড়াই

Penulis : Karjohn Kamal on বৃহস্পতিবার, ৫ মে, ২০১১ | ৮:৪৫ AM

আমাদের সমাজে অনেকেই অনেক বিত্ত-বৈভবের মালিক।এদেশে  শতকোটি টাকার মালিকেরো অভাব নেই।রাতারাতি অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান।তাদের একাধিক বিলাস বহুল প্রাইভেটের ঠেলায় রাস্তায় সাধারণের চলাই দায়।অন্যায়ভাবে কোটি কোটি টাকার মালিক বনেছেন।অথচ আপনি কোন ভালো কাজের জন্য যদি তাদের কাছে যান তবে দেখবেন তাদের ওজরের আর অভাব নেই।কান্দন দেখে মনে হবে এই বেটা আপনাকে কি দেবে উল্টো পরার প্যান্টটা বিক্রি করেই আপনিই তাকে সেই টাকাটা দিয়ে আসা উচিৎ।ভেবে অবাক হই আমার অভিজ্ঞতা বলছে,এই জাতের কুঞ্জুস গুলাই আসলে এদেশের রাঘব-বোয়াল।কোন ব্যাংক এ যে তার কত টাকা আছে এটা সে নিজেও বেমালুম ভুলে গেছে।দেশের মানুষ না খেয়ে মরলেও তাদের কিছুই  যায় আসেনা।বড়ই অদ্ভুত আর বিচিত্র এই দেশ।মানুষের যদি মনুষত্যটাই না থাকে তাহলে সে মানবের বুঝবে কি?এদেশে এমন অনেক লোক আছেন যাদের দৈনিক বাজে খরচই হয় লক্ষ টাকা।অথচ এই টাকা দিয়েই আমরা বদলে দিতে পারি এদেশ কে।বদলাতে পারি দেশের মানুষ কে।অভাব শুধু স্বদিচ্ছার।
এই গুনটি আমাদের মাঝে থাকলেই আমরা উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত হতে পারি।তাই আসুন প্রয়োজনের অতিরিক্ত খরচ বাঁচিয়ে সেই অর্থ দিয়ে দেশের দারিদ্র বিমোচনে ভূমিকা  রাখি।যে যার অবস্থানে থেকে দরিদ্র ও অসহায়দের কল্যাণে কাজ করি।বদলে যাই বদলে দেই।

Post Comment

Share this article :

+ মন্তব্য(গুলি) + 1 মন্তব্য(গুলি)

Eshtiak Ahamed Babu
২৮ জুন, ২০১১ এ ৫:০০ AM

কারজন ভাই,
আপনার সাইটটি অনেক সুন্দর।ব্লগারে যে এতো সুন্দর সাইট বানানো যায় এটা আপনার সাইটটি না দেখলে বিশ্বাস করতে পারতাম না।আপনাকে ফোন করে আরো ভালো লাগলো।আসলে আপনি অনেক ভালো মানুষ।তবে জানেন তো ভালো মানুষের ভাত নাই এই দুনিয়ায়।তবুও আপনার জন্য শুভ কামনা।এতো কষ্ট করে এখনো এই জগতে পড়ে আছেন শুনে অবাক হলাম।আপনার কথা গুলো আমাকে আলোড়িত করেছে।আমি আনন্দিত আপনার সাথে পরিচিত হয়ে।আপনাকে ফেইসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছি গ্রহন করে বাধিত করিবেন।আল্লাহ হাফেজ।

Eshtiak Ahamed Babu
NUB.
Department of CSE.
Dhaka,Bangladesh. E-mail:eshtiak101@yahoo.com

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for your comments.

 
Design Template by Codesk Lab | Support by creating website |